Google Ads

কী ভাবে আপনার মোবাইল থেকে PM Kishan Samman Nidhi প্রকল্পে Registration ও Beneficiary Status Check করবেন ।


 pmkisan.gov.in এর Online Protal মাধ্যমে PM Kisan New Farmer Registration হয়। অর্জিত তথ্য থেকে, PM Kisan KYC-এর শেষ তারিখ হল ১৫ ডিসেম্বর ২০২২, এবং রেজিস্ট্রেশন অনুমোদন হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।  সরকার PM কিষাণ সম্মান নিধি যোজনায়  2022-এর অধীনে যোগ্য কৃষকদের প্রতি কিস্তিতে 2000/- টাকা দিয়ে সাহায্য করে। কীভাবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় আবেদন প্রক্রিয়া ও Status Check করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানুন।



🌑প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য কীভাবে আবেদন করবেন🌑



 (১)  আপনার আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো ওয়েব ব্রাউজার খুলুন এবং  pmkisan.gov.in  লিখুন।


 (২)  তারপর Register New Farmer অপশনে ক্লিক করুন।


(৩)  আপনার মোবাইল নম্বর দেওয়ার  পর Proceed বোতামে ক্লিক করুন ।


 (৪)  আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সহ সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন ।


(৫)।  সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করার পরে, জমা দিন বোতামে ক্লিক করুন।


 এই ভাবে আপনি প্রধানমন্ত্রী কৃষি যোজনায় আবেদন করুন।



🌑কিভাবে PM কিষান স্ট্যাটাস চেক করবেন🌑


 যে সকল কৃষকরা  প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করেছেন, তারা pmkisan.gov.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Status Check করতে পারবেন।


 (১) প্রথমত PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে সুবিধাভোগী স্ট্যাটাস বিকল্পে ক্লিক করুন।


 (২) তারপর  আপনার মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিন।


(৩) তারপর Get Data অপশনে ক্লিক করুন ‌।


এই ভাবে আপনার  PM Kishan প্রকল্পে স্টেস্টাস check করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন