Google Ads

তৃনমূল কংগ্রেসের উদ্দ্যোগে দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের পুনরায় স্টপেজের দাবিতে সাধারণ যাত্রীদের সাক্ষর গ্রহনের কর্মসূচি।

 

 

৩০ বছর বা তার বেশি সময় ধরে ঐতিহ্যবাহী দাঁতন রেলওয়ে স্টেশনে জগন্নাথ এক্সপ্রেস থামতো, কিন্তু এই করোনা মহামারী পরিস্থিতির কারণে কিছু সময়ের জন্য বন্ধ থাকার পরে 15 ই সেপ্টেম্বর 2021 তারিখ রেল কর্তৃপক্ষ ট্রেনটি পুনরায় চালু করে, কিন্তু দাঁতন স্টেশনে স্টপেজ থাকা শর্তেও বার বার ডেপুটেশন দেওয়ার পর ও ট্রেনটি দাঁড়ায় না, যার ফলে দাঁতন ১, দাঁতন ২ ব্লকের আপামোর বহু মানুষ জন,দৈনিক যাত্রী, ছাত্র, পরিষেবা ধারক, ব্যবসায়ী ও দাঁতন এবং এর আশে পাশের রোগীদের পাশাপাশি প্রতিবেশী ব্লক এবং রাজ্য ওড়িশার একটি অংশের বাসিন্দারা বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই দাঁতন ১/৮ গ্রাম পঞ্চায়েতে তৃনমূল কংগ্রেসের উদ্দ্যোগে দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের পুনরায় স্টপেজের দাবিতে এবং বাঁকিবাজার থেকে রেল কলোনি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বেহাল রাস্তার পুনঃ নির্মাণের দাবিতে আগামী কাল বিকেল সাড়ে তিনটায় দক্ষিণ-পূর্ব রেল বিভাগের সমস্ত আধিকারিক গনকে গণ স্বাক্ষরিত ডেপুটেশন প্রদান করার জন্য সাধারণ যাত্রীদের সাক্ষর গ্রহনের কাজ চলছে।। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন