Google Ads

স্বর্গীয় রাধাপদ রাণার স্মৃতির উদ্দেশ্যে দাঁতনে আয়োজিত হল এক দিবসীয় দিবা-রাত্রি নক আউট শর্ট হ‍্যাণ্ড ক্রিকেট টুর্নামেন্ট।

 


স্বর্গীয় রাধাপদ রাণার স্মৃতির উদ্দেশ্যে দাঁতনে আয়োজিত হল এক দিবসীয় দিবা-রাত্রি নক আউট শর্ট হ‍্যাণ্ড ক্রিকেট টুর্নামেন্ট। দাঁতন হাইস্কুলে এই প্রতিযোগিতার আয়োজন হয়। এই প্রতিযোগিতার পরিচালনায় ছিল দাঁতন শ্রীসংঘ ক্লাব, নতুনবাজার। মোট ১৬ টি দলের খেলা বলে সুত্রের খবর। খেলার পূর্বে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয় । এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সূজয় হাজরা, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সন্দীপ সিংহ, দাঁতন হাইস্কুলের প্রধান শিক্ষক সূর্য কান্তি নন্দ, দাঁতন-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতুল চন্দ্র দাস, মণিশংকর মিশ্র, পার্থ চ‍্যাটার্জ সহ অন‍্যান‍্য বিশিষ্টজন। ফিতা কেটে এবং আতসবাজির মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন মাননীয় সূজয় হাজরা মহাশয়। প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে দাঁতন নাইটস্ এবং সোহম ইলেভেনস্ মুখোমুখি হয়। চ‍্যাম্পিয়ান হয়েছে দাঁতন নাইটস্।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন