Google Ads

গ্রাম জাগাও ,চোর তাড়াও, বাংলা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সারা ভারত কৃষকসভা দাঁতন ১নং ব্লক কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল দাঁতনে।


 গ্রাম জাগাও ,চোর তাড়াও, বাংলা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে

সারা ভারত কৃষকসভা দাঁতন ১নং ব্লক কমিটির উদ্যোগে প্রতিবাদ  মিছিল আয়োজিত হলো দাঁতনের আলিকষা অঞ্চল এলাকায়। 

শনিবার কৃষকসভা দাঁতন ব্লক কমিটির উদ্যোগে সাইকেলে করে আলিকশা অঞ্চলের অন্ত্রী,  থেকে মিছিল শুরু হয়ে বড়া মহেশপুর হয়ে বামন্দায় এসে শেষ হয়। এদিনের এই মিছিল থেকে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ও রাজ্য গড়ার দাবি জানানো হয়, এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য রামচন্দ্র রাউল, মনোহরপুর এরিয়া কমিটির সম্পাদক অমল দাস, কৃষক সভা দাঁতন ১নং ব্লক কমিটির সম্পাদক আশীষ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন