Google Ads

নারায়ণগড় ব্লকে ক্ষেত মজুর ইউনিয়ন সম্মেলন আয়োজিত হল পদযাত্রা কর্মসূচি।

 


ক্ষেত মজুর ইউনিয়ন নারায়ণগড় ব্লক সম্মেলন আয়োজিত হল ১৪ নং খুড়শি অঞ্চলের পাহাড়পুর বুথে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্ষেত মজুর ইউনিয়ন জেলা সম্পাদক শুধাংশু বেরা, সভাপতি 

অমলেশ বসু ও রতন দে সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য ভাষ্কর দত্ত, মদন বসু, মুস্তোফা বক্স। এদের নেতৃত্বে প্রথম কর্মীসমর্থকদের নিয়ে পদযাত্রা হয়। পদযাত্রার পর সম্মেলন শুরু করার পূর্বে দলীয় পতাকা উত্তোলন করেন অমলেস বসু। বক্তব্য রাখেন রতন দে। সম্মেলনে দুটি কমিটি গঠিত হয় উত্তর নারায়ণগড় সম্পাদক নির্বাচিত হয়েছেন সুকুমার সিং দক্ষিণ নারায়ণগড় সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজয় দত্ত।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন