বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের সীমাহীন বঞ্চনা ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দের বিরুদ্ধে কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং অবিলম্বে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা প্রদানের দাবিতে দাঁতন ১ব্লকের শালিকোঠা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি ভিত্তিক পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হলো। নেতৃত্ব দেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান পদযাত্রায় পা মিলিয়েছেন দাঁতন ১ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মননীয় প্রতুল দাস , জেলা সাধারণ সম্পাদক মণিশঙ্কর মিশ্র,দাঁতন ১ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তরুণ দাশ , অঞ্চল সভাপতি সম্মননীয় ভানু চরণ দাস , অঞ্চল প্রধান সঞ্জীদা বিবি ও আরও অনেক বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ
Tags
News