গ্রাম থেকে গ্রামে পদযাত্রা আয়োজিত হল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে। সিপিআইএম এর উদ্যোগে এই পদযাত্রা কর্মসূচি বলে জানা গেছে। রবিবার সকালে নারায়ণগড় ব্লকের ২ নং অঞ্চলে এই কর্মসূচি আয়োজিত হয়। ব্লকের গ্রামরাজ অঞ্চলে বামপন্থী কর্মীসমর্থকগণ ১০ কিমি পথ পরিক্রমা করেন। পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব তাপস সিনহা সহ মদন বসু, মুস্তোফা বক্স, আশরাফ উদ্দিন, ক্ষুদিরাম সিং, কালিপদ পাল প্রমুখ নেতৃত্বগণ।
Tags
News